মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় সাবেক জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে রংপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হওয়ার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয় হল রুমে সমিতির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক । এসময় আরও বক্তব্য রাখেন জলঢাকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শিমুলবাড়ি সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিস চন্দ্র রায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ। উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা সততার সহিত কাজ করে যাবেন। আমি জলঢাকায় অনেক বার এসেছি। অন্য এলাকার থেকে এখানে শিক্ষার পরিবেশ অনেক ভালো। উল্লেখ্য গত মাসে নীলফামারী শফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার থেকে রংপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক হিসাবে পদোন্নতি পান।