মোঃআঃহামিদ (মুকুল),সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে কি হবে জানি না, তবে টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে পারবেন না। ভালোভাবে ভোট হতে দেন। এখনও বহু মানুষ বঙ্গবন্ধু ও আপনাকে (শেখ হাসিনা) ভালোবাসে। কিছু কু-মানুষের পরামর্শ রিচার্জ করলে ভালোবাসা পাবেন না।
তিনি আরও বলেন, অস্ত্র কোনো শক্তি না, অস্ত্র যাঁরা চালায়, তাঁরাই শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধুর নির্দেশে। এ কারণেই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখন বয়স ২৫ বছর। মা-বোনেরা ধর্ষিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে। এজন্যই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।
২৬ জানুয়ারি(বৃহস্পতিবার) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।